Published : 15 Sep 2024, 08:25 PM
বেশ কিছুদিন বিরতির পর অভিনেত্রী শবনম বুবলীর নতুন কাজের খবর এল।
মেহেদী হাসানের পরিচালনায় ‘নীল টিপ’ নামের একটি সিনেমায় আগামীতে দেখা যাবে বুবলীকে।
পরিচালক বলেছেন, আগামী বছরের শুরুতে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
"প্রায় এক বছর আগে ‘নীল টিপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। কিছুদিন আগে বুবলীর সঙ্গে গল্প নিয়ে বসে ছিলাম। গ্রামীণ প্রেক্ষাপটে নারীপ্রধান গল্পের সিনেমাটি এটি। বুবলী চিত্রনাট্য বেশ পছন্দ করেছেন।”
নায়িকার চরিত্রে বুবলী চূড়ান্ত হলেও এখনো নায়কের খোঁজ পাননি পরিচালক।
তিনি বলেন, "ছোট পর্দার কোনো অভিনেতাকে নিতে চাই। তবে আমার ব্যক্তিগত পছন্দ অভিনেতা শ্যামল মাওলাকে। কথাবার্তা চূড়ান্ত হলে হয়ত জানানো যাবে। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে।”
নায়ক ছাড়াও অন্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করে সিনেমার বিস্তারিত তথ্য জানাতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসবেন বলে জানিয়েছেন মেহেদী হাসান।
রিকুয়ার রিয়েল এস্টেট লিমিটেডের প্রযোজনায় সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল। কাহিনী ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাইদ খান।
বুবলীর সর্বশেষ সিনেমা ‘রিভেঞ্জ’ মুক্তি পায় চলতি বছরের কোরবানির ঈদে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেত্রীর ‘জংলি’ সিনেমাটি। এম রাহিমের পরিচালনায় ওই সিনেমায় বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।