Published : 30 Jul 2024, 09:01 AM
‘বহুরূপী’ সিনেমায় অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখার্জির যে ফার্স্ট লুক প্রকাশ হয়েছে, তাতে তৈরি হয়েছে চমক।
সংবাদ প্রতিদিন লিখেছে, প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে শুকিয়ে যাওয়া মুখচোখ নিয়ে, গলায় জুতোর মালা পরে তাকিয়ে আছেন শিবপ্রসাদ, যিনি এই সিনেমার একজন পরিচালকও।
সোশাল মিডিয়ায় এই ছবি প্রকাশের পর অনেকেই বলছেন, ‘বহুরূপী’তে নায়ক আবীর চাটার্জি নয়, হয়ত মূল আকর্ষণ নিয়ে আসছেন শিবপ্রসাদ।
এই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ১০ কেজি ওজন ঝরিয়েছেন শিবপ্রসাদ, বড় করেছেন চুল। জানা গেছে, রোগা হওয়ার জন্য মাসখানেক মুড়ি খেয়েই ছিলেন তিনি।
শিবপ্রসাদ বলেন, “পুরো রূপটান নেওয়ার পর নিজেকে নিজেই চিনতে পারছিলাম না! পুরো কৃতিত্ব রূপটানশিল্পী পাপিয়া চন্দের। তার মাথা থেকেই এই বিশেষ লুকের ভাবনা আসে। মেকআপ নেওয়ার পর সেটের অনেকেই আমাকে চিনতে পারেননি। পাশ দিয়ে হেঁটে গেছি, কিন্তু তারা আমাকে চিনতে না পেরে অন্যের কাছে গিয়ে আমার খোঁজ করেছে! এই লুক পছন্দ করেছেন পরিচালক নন্দিতা রায়ও।”
এ সিনেমাতে পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায়। আবীরের নায়িকা ঋতাভরী চক্রবর্তী, সঙ্গে কৌশানী মুখোপাধ্যায়ও আছেন।
শিবপ্রসাদ বলেন, “২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এ সিনেমা তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এ বিষয় নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা চলছিল।”
গল্পের আভাস দিয়ে শিবপ্রসাদ বলেন, “সিনেমার প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সিনেমা। ভীষণভাবে সত্যনির্ভর ঘটনা। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন।”
‘বহুরূপী’তে নিজের অভিনয় নিয়ে শিবপ্রসাদ বলেন, ”অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব পরিচালক নন্দিতা রায়ের কাছে। উনি আমাকে আবার সুযোগ দিয়েছেন, একই বছরে পর পর দুবার সুযোগ দিয়েছেন, দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। এটা আমার জন্য একটা বড় পাওয়া। অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পুজোতে মুক্তি পাবে। এটাও আরেকটা বড় পাওয়া।”
এ সিনেমায় শুটিংয়ে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎ কোমরে গুরুতর চোট পেয়েছিলেন শিবপ্রসাদ।
‘বহুরূপী’ মুক্তি পাবে এবারের দুর্গাপূজায়।