Published : 20 Oct 2022, 05:46 PM
কলকাতার ধর্মতলায় এসপ্ল্যানেডের মোট্রো স্টেশনে বাজছে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’; চোখ তুলতে এক মাথা ভিড়ের মধ্যে দেখা গেল টালিগঞ্জ কাঁপান নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যিনি গানের তালে তালে নাচছেন এবং নাচাচ্ছেন।
কিন্তু মেট্রো স্টেশনের মত এমন জনাকীর্ণ জায়গায় প্রসেনজিৎ আসলে করছিলেন কী?
আনন্দবাজার জানিয়েছে, সোমবার সপ্তাহের শুরুর ওই দিনটি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমার টাইটেল ট্র্যাক লঞ্চের অনুষ্ঠান করছিলেন এই নায়ক। আর সিনেমার টাইটেল ট্র্যাকের নির্মাতা সম্রাট শর্মা বেছে নিয়েছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র‘এর ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানটি।
ওইদিন প্রসেনজিতের সঙ্গে অবশ্য সিনেমার বিয়ের কনে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন না। ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় এবং পরিচালক সম্রাট শর্মা।
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমার প্রচারের শুরু থেকেই অভাবনীয় সব কাণ্ড করছেন প্রসেনজিৎ। প্রথমে ফেইসবুকের ওয়ালে নিজের ‘বিয়ের খবর’ অবিরাম জানিয়ে গেছেন। পরে ফেইসবুকে আরেকটি ভিডিও পোস্ট করেন, সেখানে বিয়ের তারিখ ঠিক করতে ঋতুপর্ণাকে ডাকাডাকি করে হইচই বাঁধিয়ে দেন।
এবারে সিনেমার টাইটেল মিউজিকও প্রকাশ হল ভিন্ন কায়দায়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রেডিও আরজে অগ্নিজিৎ সেন অগ্নি।
প্রসেনজিতের ভাষ্য, ২৩ বছর আগের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানটির সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়া। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ওই গানের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়াও কঠিন বলে মনে করেন তিনি। ওই গানের আবেদন ধরেই আবারও পুরনো ‘প্রসেনজিতে’ তিনি ফিরতে চান।
কথা কথায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সময়ে ফিরে যাওয়া প্রসেনজিৎ বলেন, “এই টাইটেল ট্র্যাক আমাদের সবারই প্রিয়, আমারও প্রিয়। টাইটেল ট্র্যাকটা সবার মধ্যে পৌঁছাতে চাই। গানটা আবরাও সবার মধ্যে বড় স্কেলে পৌঁছাতে হবে। যেভাবে আগে শহর-শহরতলি, গ্রামে সিনেমার গানগুলো পৌঁছে যেত। যে কারণে বোধ হয় ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানটি এখনও সব বিয়ে বাড়িতে বাজে, ইউটিবেও ক্লিক হয়।“
মেট্রোকে অনুষ্ঠানের জন্য বেছে নেওয়ার কারণ কী? প্রসেনজিৎ বলেন, “আমার মনে হয়েছিল মেট্রো এমন একটা জায়গা যেখানে সারাক্ষণ মানুষ যাওয়া-আসা করেন, তাই মেট্রো দিয়ে শুরু। এরপরে আপনারা যখন বরযাত্রী হিসেবে নানা ইভেন্টে যাবেন, দেখবেন বুম্বাদা (নিজেকে) অন্য প্রমোশন করছে, যারা আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছে তাদের কাছে যাব আমরা।“
তার ভাষায়, “নাচ-গান নিয়েও সিনেমা দরকার। এত কিছুর মাঝে সেই প্রেম-নাচ-গান সবই কোথায় হারিয়ে যাচ্ছে। সেই স্বাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টায় আমাদের নতুন এই ছবি। “
সিনেমার চরিত্র সম্পর্কে আভাস দিয়ে প্রসেনজিৎ বলেন, “আমাকে নতুনভাবে দেখা যাবে। বলতে পারি বুম্বাদা কাম ব্যাক ভেরি সুন। “
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র প্রচার ফেইসবুকে ‘তুলনাহীন’ সাড়া জাগিয়েছে জানিয়ে কলকাতার এই নায়ক বলেন, মানুষের প্রত্যাশা দেখে তিনি এবং তার টিম কিছুটা ‘ঘাবড়েই’ গেছেন। তবে আশা করছেন ভালো কিছু উপহার দেওয়া সম্ভব হবে।
অভিনয় শিল্পীদের তালিকাতেও চমক আছে। সেখানে দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে। এছাড়া এ সিনেমাতেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ঈপ্সিতা মুখোপাধ্যায়ের।
আগামী ২৫ নভেম্বর হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেদিনই পর্দায় নতুন রসায়ন দেখাতে আসছেন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা।