Published : 19 Oct 2023, 09:46 AM
ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশ যদি ম্যাচ জিতে নেয়, তাহলে জয়ের আনন্দ উদযাপনে সাকিবদের সঙ্গে মাছ খেতে ঢাকায় আসবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি।
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেই ম্যাচের আগে মাইক্রো ব্লগিং সাইট 'এক্সে' এসে এ ইচ্ছা প্রকাশ করেছেন শিনওয়ারি।
InshAllah my Bangali Bandu will avenge us in the next match. I will go to dhaka and have a fish dinner date with Bangali boy if their team managed to beat India ✌️❤️ ????????
— Sehar Shinwari (@SeharShinwari) October 15, 2023
তিনি বলেছেন, “ইনশাআল্লাহ, আমার বাংলাদেশি বন্ধুরা প্রতিশোধ নেবে। বাংলাদেশ যদি ভারতকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে আমি ঢাকায় যাব। সেখানে গিয়ে বাঙালি ছেলেদের সঙ্গে মাছ খাব।”
গত ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হার হয়।
শিনওয়ারি সেদিনও আরেকটি টুইট করেছিলেন। লিখেছিলেন, “দেখে নেবেন, বাংলাদেশ ভারতকে গো হারা হারাবে। চাইলে আমার এই পোস্টের ছবি তুলে রাখুন বা স্ত্রিনশট নিন, পরে মিলিয়ে নেবেন।"
এরপর পাকিস্তানি ওই অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা।
ভারতীয় সমর্থকদের একজন বলেন, "আহা, নিজেও বুঝতে পারছে না যে কি হতে চলেছে।"
আরেকজন লিখেছেন, "খেলতে পারুক আর না পারুক, এসব উল্টোপাল্টা কথা এদের বলতেই হবে।"
এর আগে এশিয়া কাপের সময়ও শিনওয়ারির মন্তব্য আলোচনার জন্ম দিয়েছিল। সেখানেও ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে।
সেই হারের পর এই অভিনেত্রী হুমকি দিয়েছিলেন, এই ব্যর্থতার জন্য পাকিস্তানি দলের অধিনায়ক বাবর আজ়মের নামে মামলা করবেন।