Published : 07 Jan 2025, 01:02 AM
ভারতের তুমুল জনপ্রিয় সিনেমা ‘শোলে’ মুক্তির ৪৯ বছর পর এর সেন্সরে কাঁচি চালানো দৃশ্যের খোঁজ পাওয়া গেছে।
বাদ পড়া ওই দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে লিখেছে নিউজ ১৮।
পঁচাত্তরে মুক্তির পর ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টিকেট বিক্রি করা সিনেমা ‘শোলে’। যে সিনেমায় ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন জুটি কাঁপিয়ে দিয়েছিল বলিউডের বক্স অফিস।
‘ওল্ড ইজ গোল্ড’ নামে ইনস্টাগ্রামে শোলের সেই ছবিতে দেখা গেছে, ডাকাত সর্দার গব্বর সিংয়ের চরিত্রে আমজাদ খান অভিনেতা শচীন পিলগাঁওকরকে হত্যা করার জন্য তার গলা চেপে ধরেছেন।
দৃশ্যটিতে ক্রূরতা প্রকাশ পাচ্ছে যুক্তিতে সেই সময়ে সেন্সর বোর্ড সেটি বাদ দেয়।
সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন, গব্বর সিংয়ের রাগ-ক্রোধ দেখানো হয়েছে, এমন অনেক দৃশ্যই পরে না কি সিনেমা থেকে বাদ পড়েছিল।
পরে আমজাদ কেবল শচীনের চুল চেপে ধরেছেন এমন দৃশ্য রাখা হয় সিনেমায়।
রমেশ সিপ্পির ওয়েস্টার্ন ঘরানার অ্যাকশনধর্মী সিনেমা ‘শোলে’। চলচ্চিত্র ও বক্স অফিস বিশ্লেষকদের মতে, ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ভারতজুড়ে ১৮ কোটি টিকেট বিক্রি হয়েছে ‘শোলে’ সিনেমার।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির বাজেট ছিল ৩ কোটি টাকা, যা তখনকার সময়ের অন্যতম ব্যয়বহুল ভারতীয় প্রযোজনাগুলোর মধ্যে একটি।
‘শোলে’ সিনেমায় অভিনয় করেছিলেন একঝাঁক বলিউড তারকা। সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনি, জয়া ভাদুরি (পরে অমিতাভকে বিয়ে করে হন জয়া বচ্চন), আমজাদ খানের মত অভিনেতারা ছিলেন।
বক্স অফিস ভরিয়ে দেওয়ার পাশাপাশি ভারতের একটি ধ্রুপদি চলচ্চিত্রের মর্যাদাও পায় ‘শোলে’।