Published : 21 May 2024, 05:16 PM
দেশের মাল্টিপ্লেক্সগুলোয় চলছে বলিউডের সিনেমা ‘ক্রু’। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে নতুন হিন্দি সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
এর বদলে ভারতে গেছে ঢাকাই সিনেমা ‘ফুলজান’।
ক্রিকেটার দম্পতির গল্প নিয়ে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত এই সিনেমাটি আগামী ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।
প্রতিষ্ঠানটির কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন গ্লিটজকে বলেন, “মন্ত্রণালয়ে সিনেমাটি আমদানির জন্য আমরা আবেদন করেছি। শিগগিরই অনুমতি পেয়ে যাব বলে আশা করছি।”
তবে মঙ্গলবার মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে বলিউডি সিনেমাটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে অনন্য জানিয়েছেন।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ম্যানেজার রুহুল আমিন গ্লিটজকে বলেন, “সরকারের অনুমতিক্রমে সিনেমা আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি নিয়ে আসছি। বিনিময়ে আমরা ‘ফুলজান’ দিয়েছি।”
গেল বছর বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়। তবে শর্তের ভিত্তিতে বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যাবে। গত বছর শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা।
এরপর ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমাল’ ও ‘ডানকি’ মুক্তি পায় বাংলাদেশে। সিনেমাগুলো আমদানি করেছে অনন্য মামুনের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।
সর্বশেষ ফেব্রুয়ারি মাসে 'ফাইটার' সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আপত্তির কারণে শেষ পর্যন্ত মুক্তি আটকে যায়।
গত বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফুলজান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার।