Published : 27 Jun 2025, 01:00 PM
‘এফ ওয়ান’ সিনেমার প্রচারে বিদেশের মাটিতে দারুণ ব্যস্ত সময় পার করতে হয়েছে হলিউডি সিনেমার তারকা অভিনেতা ব্র্রাড পিটকে, বাড়িতে ফেরার কোনো ঠিকঠিকানাও নেই। এই সুযোগে তার ফাঁকা বাড়িতে চোর ঢুকেছে।
বিবিসি লিখেছে, লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ জানিয়েছে বুধবার গভীর রাতে লস ফেলিজের ওই বাড়িতে তিন চোর ঢুকে একেবারে তছনছ করেছে। চোরেরা ওই বাড়িটিতে ঢুকেছিল জানালা দিয়ে।
অভিনেতার বাড়ি লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কের উল্টো দিকে। বিশাল আকৃতির গাছ দিয়ে ঘেরা বাড়িটিতে শোবার ঘর আছে তিনটি।
পুলিশ বলছে পিট যে বাড়িটি ২০২৩ সালে কিনেছিলেন, সেটি চোরের হানা দেওয়া বাড়িটির ঠিকানার সঙ্গে মিলে যায়।
পুলিশ বলছে বাড়িটি থেকে কী কী চুরি হয়েছে, তা জানা যায়নি। তাই ক্ষয়ক্ষতির মাত্রাও পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না।
পুলিশ কেবল বলছে, “ওই সময় অভিনেতা বাড়ি ছিলেন না।“
পিট ‘এফ ওয়ান’ সিনেমার প্রচারে ওই সময়ে যুক্তরাজ্যে ছিলেন পিট। জোসেফ কোসিনস্কি পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শুক্রবার।
লন্ডনের লেস্টার স্কয়ারে পিটের সেই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান ঝলমল করে ওঠে আরেক তারকাভিনেতার উপস্থিতিতে। তিনি হলেন টম ক্রুজ। প্রায় সমবয়সী দুই অভিনেতা এক ফ্রেমে বন্দি হলেন ২৪ বছর পর।
বিবিসি পিটের প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করেছে।
তবে কেবল পিট নন, নিকোল কিডম্যান এবং কিথ আরবানসহ শহরের আরো কয়েক তারকার বাড়িতেও এর মধ্যে চুরির ঘটনা ঘটেছে।