Published : 01 Mar 2025, 10:19 AM
‘গুড নিউজ’ সিনেমার নায়িকা কিয়ারা আদভানি বিয়ের দুবছরের মাথায় সুখবর দিয়েছেন।
ভারতের হিন্দি সিনেমার এ অভিনেত্রী জানিয়েছেন তার আর সিদ্ধার্থ মালহোত্রার সংসারে নতুন সদস্য আসছে।
এনডিটিভি লিখেছে মা হওয়ার এই খবর কিয়ারা নিজেই জানিয়েছেন তার ইনস্টাগ্রামে।
সেখানে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সিদ্ধার্থ আর কিয়ারা তাদের হাতের ওপর হাত রেখে ছোট্ট একজোড়া সাদা মোজা ধরে আছেন।
ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার, আসছে শিগগিরই।”
পোস্টটি ছড়িয়ে পড়তেই তদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
বলিউডের আলিয়া ভাট, নীতু সিং, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, একতা কাপুর, সোনাক্ষী সিনহা, ঈশান খট্টর, কৃতি খরবান্দা, রাকুল প্রীত সিং, রাশি খান্না, বিক্রান্ত ম্যাসি, শিল্পা শেঠিসহ আরও অনেকেই ভালবাসা জানিয়েছেন এই দম্পতিকে মা-বাবাকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গিয়েছিল কিয়ারাকে। ওই অনুষ্ঠানে কালো রঙের ঢিলেঢালা পোশাকে গিয়েছিলেন অভিনেত্রী।
২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘শেরশাহ’র শুটিং সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের শুরু, দুই বছর বাদে ২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসেন তারা।
বিয়ের মাস পাঁচেক বাদেই গুঞ্জন উঠেছিল মা হতে চলেছেন কিয়ারা। তার ‘বেবি বাম্প’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীরা দারুণ চর্চায় মেতেছিলেন ওই
কিয়ারাকে আগামীতে দেখা যাবে ‘ডন ৩’ সিনেমায়। সেখানে রাণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্য দিকে, ‘পরম সুন্দরী’ সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থকে।
বিয়ে মানেই 'খেলা', দাম্পত্যে সিদ্ধার্থর উপলব্ধি