Published : 03 Jul 2025, 10:24 AM
অপেক্ষা, অনুভব এবং অব্যক্ত প্রেমের গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সাথী’।
আব্রাহাম তামিমের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
নাটকটি প্রচার হবে এনটিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়।
বিজ্ঞপ্তিতে এনটিভি জানিয়েছে, এই নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা ইয়াসমিন সাইমা, শেখ মাহবুবুর রহমান, আঞ্জুমান আরা শিরিনসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক বৃষ্টির দিনে কলেজের সামনে নয়না নামের এক তরুণীর সঙ্গে হঠাৎ দেখা হয় আবীর নামের এক তরুণের। ধীরে ধীরে দুজন দুজনার কাছে পরিচিত হয়ে ওঠেন। নয়নার জন্য একটা সময়ে গভীর টান অনুভব করেন আবীর।
কিন্তু হঠাৎ করে কলেজে আসা ছেড়ে দেয় নয়না। মেয়েটির অপেক্ষায় থাকে আবীর। সেই প্রতীক্ষার শেষ দেখিয়েছে এই নাটক।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, “এই নাটকের গল্প খুবই সরল, তবে আবেগে ভরপুর। আমরা এমন অনেক অনুভব বুকের ভেতরে জমিয়ে রাখি, বলি না। সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি ‘সাথী’নাটকে।“
নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন আনুশ।