Published : 02 Jul 2025, 08:52 PM
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড আটকে যাওয়া রায়হান রাফীর সিনেমা ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে।
সরকার বদলের পর গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘অমীমাংসিত’ সিনেমাটিও সম্প্রতি সনদ পেয়েছে।
“সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের এখানে আপিল করেছিলেন, বোর্ড সিনেমাটিকে সনদ দিয়েছে।”
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমার টিজার প্রকাশিত হয়। নির্মাতা রায়হান রাফী ফেইসবুকে লেখেন– ‘কারা খুন করল অর্ণব আর নীরুকে? মুখোশধারী লোকগুলো কারা? এই অমীমাংসিত রহস্যের আদৌ কী জট খুলবে?’
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৯ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন রাফী। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সিনেমার গল্প মিলিয়ে আলোচনা শুরু হলে ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দিতে নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, “কোনো চলচ্চিত্র যে কোনো মাধ্যমে প্রচারের পূর্বে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নিকট হতে সার্টিফিকেশন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।”
ওটিটি প্লাটফর্মে সিনেমা মুক্তির ক্ষেত্রে সেন্সর বোর্ডের অনুমতির দরকার হয় কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল।
সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি পরীক্ষা করেন এবং সেটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বোর্ড সদস্যরা পুনরায় পরীক্ষা করেন। পরে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিনেমাটি জনসাধারণের মধ্যে ‘প্রদর্শন উপযোগী নয়’।
তখন সেন্সরবোর্ড বলেছিল, “এতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। এ ধরনের ঘটনা বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। চলচ্চিত্রটির কাহিনী/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।”
কোন বাস্তব ঘটনার সঙ্গে মিলের কারণে এই সিদ্ধান্ত, চিঠিতে তখন তা স্পষ্ট করেনি সেন্সর বোর্ড।
তবে বোর্ডের একজন সদস্য তখন গ্লিটজকে বলেছিলেন, এ সিনেমার গল্পের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের মিল রয়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ড আদালতে বিচারাধীন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। আইন-শৃঙ্খলা বাহিনী আজও সেই হত্যা রহস্যের মীমাংসা করতে পারেনি।
গত বছর ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্তবর্তী সরকার সেন্সর বোর্ড বিলুপ্ত করে ‘সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে। সেই বোর্ড থেকে গত ১০ মাসে সনদ পেয়েছে ৯৪টি চলচ্চিত্র; যার মধ্যে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, ২৯টি ইংরেজি চলচ্চিত্র, ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১৫টি প্রামাণ্যচিত্র রয়েছে। রায়হান রাফীর ‘অমীমাংসিত’সিনেমাটিও পেয়েছে ‘সার্টিফিকেশন বোর্ড’এর সনদ।
সনদ পেলেও এখনো সিনেমাটি মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মুক্তির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, পরে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।”
সিনেমাটি বড় পর্দায় নাকি ওটিটিতে মুক্তি পাবে, এ বিষয়ে আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইস্ক্রিনেই মুক্তি পাবে, তবে কবে মুক্তি দেওয়া হবে- তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
আগের খবর-
ওটিটির সিনেমায় কেন সেন্সরের খড়্গ
'অমীমাংসিত' জটিলতার মীমাংসা কোন পথে, মিলছে না উত্তর