কাজের ব্যস্ততায় হাতে ফাঁকা সময় কম থাকে বিনোদন জগতের তারকাদের। সেই স্বল্পসময়েও পোষা প্রাণীর জন্য সময় বের করেন তারা। আবার আনেকে বেড়াতে যাওয়ার সময়ও সঙ্গে নিয়ে যান প্রিয় পোষ্যকে। সেইসব তারকা আর তার পোষ্যের নানা ছবি নিয়ে গ্লিটজের প্রতিবেদন।
দর্শকদের প্রিয় তারকাদের প্রিয় হয়ে আছে তাদের পোষা প্রাণীগুলো।