Published : 07 Aug 2023, 01:39 AM
ফের অ্যাকশনে ফিরলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। দীর্ঘ বিরতির পর ‘পুষ্পা: দ্য রুল’র শুটিং শুরু করেছেন তিনি।
ভারতের হায়দ্রাবাদ শহরের রামোজি রাও স্টুডিওতে নতুন শিডিউলে ‘পুষ্পা ২’র শুটিং আল্লু শুরু করেন বলে পিংকভিলা জানিয়েছে।
গত বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’র সিক্যুয়েলের শুটিং। প্রথমে বিশাখাপত্তম এবং তারপর হায়দরাবাদে এক দফা শুটিং সারে সিনেমা টিম। কিন্তু যতটুকু কাজ হয়েছিল তাতে পরিচালক সন্তুষ্ট হননি বলে শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চেয়েছিলেন। তাই কিছু সময়ের জন্য কাজ স্থগিতও রেখেছিলেন।
যদিও চলতি বছর জুনে নায়কের আগেই শুটিংয়ে ফেরেন নায়িকা রাশমিকা মানদানা। দ্বিতীয় সিক্যুয়েলেও শ্রীবল্লীর ভূমিকাতেই অভিনয় করবেন তিনি।
‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। ২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।
এখানেও পুষ্পার ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন। অভিনয় করছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে।
এছাড়াও একটি আইটেম গানে নাচবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং ক্যামিও চরিত্রে উপস্থিতি হবেন রণবীর কাপুর। অভিনেতা বানি নামের একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় সিনেমার গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে।
সিক্যুয়েলে পুষ্পার জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে। তার শৈশব এবং পরিবারের সঙ্গে সম্পর্ক স্পষ্ট করা হবে। আছে পুলিশের সঙ্গে অ্যাকশন দৃশ্যও।
নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমা মুক্তির ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ সালে হলে আসবে ‘পুষ্পা: দ্য রুল’।