হ্যালোইনে তারকাদের ভূতুড়ে সাজ
ভূতুড়ে উৎসব হ্যালোইন, উদযাপন হয় ৩১ অক্টোবর। পশ্চিমের দেশগুলোতেই এই উৎসব নিয়ে মাতামাতি। কেউ কেউ বিশ্বাস করেন, এই দিনে মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান মৃতের দেবতা। হ্যালোইন ডাইনি সেইদিন উড়ন্ত ঝাড়ুতে চড়ে সারা আকাশ উড়ে বেড়ায়। তাই ভূতুড়ে সাজে তারকারাও মেতে ওঠেন এই উৎসবে।
হলিউড তারকা কিম কার্ডাশিয়ান, প্যারিস হিল্টন, ম্যাডেলাইন পেটস, অ্যাডিসন রে, লিজোকে দেখা গেছে হ্যালোউইনের ভূতুড়ে সাজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2022, 11:08 PM
Updated : 31 Oct 2022, 11:08 PM