Published : 14 Jun 2023, 04:56 PM
ফেইসবুক লাইভে এসে ‘কীটনাশক’ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের কৌতুক শিল্পী তীর্থানন্দ রাও।
ওই লাইভ দেখে বন্ধুরা দ্রুত তার বাড়িতে ছুটে যান। অচেতন অবস্থায় তীর্থানন্দকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান তারা। চিকিৎসার পর তার অবস্থা এখন ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে এনডিটিভি।
তীর্থানন্দ রাও জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা কপিল শর্মার সঙ্গে টেলিভিশন শো ‘কমেডি সার্কাস কে আজুবে’র সহ-অভিনেতা।
ফেইসবুক লাইভে এসে এক নারীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগ আনেন তিনি।
তীর্থানন্দ অভিযোগ করেন, গত আটমাস ধরে যে নারীর সঙ্গে তিনি একসঙ্গে বসবাস করছিলেন, তিনি নাকি ইদানিং তাকে বিয়ে করার জন্য ‘ব্ল্যাকমেইল’ করছেন।
ওই ‘প্রেমিকা’র জন্য তাকে তিন থেকে চার লাখ টাকা ধারদেনা করতে হয়েছে বলেও তীর্থানন্দের ভাষ্য।
এনডিটিভি লিখেছে, সেই নারী মাহারাষ্ট্রের ভাইন্দরে পুলিশের কাছে অভিযোগও করেছেন তীর্থানন্দের বিরুদ্ধে। তবে অভিযোগের বিস্তারিত জানা যায়নি।
এর আগেও ২০২১ সালে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ।
এ অভিনেতা বলেছেন, “গত দুইবছর ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছি। হাতে কোনো কাজ নেই। এমন দিন গেছে যে খাবারও জোটেনি। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম।”