Published : 03 Apr 2023, 08:56 PM
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বন্দি হওয়ার প্রেক্ষাপটে নিজেরও একই অভিজ্ঞতার কথা তুলে ধরছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
তবে তার ক্ষেত্রে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করার ছবি দেখিয়ে তিনি প্রশ্ন তুলেছেন- ‘এক দেশে দুই আইন’ কেন?
সোমবার ফেইসবুকে দুটি ছবি প্রকাশ করে এক পোস্টে প্রথম ছবির ক্যাপশনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী লিখেছেন- “আমি আসিফ আকবর, সঙ্গীতশিল্পী (তথাকথিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত)। হাতে হাতকড়া পরিয়ে কোর্টে চালান।”
দ্বিতীয় ছবির ক্যাপশনে লেখেন, “সাংবাদিক শামসুজ্জামান- তার হাতে কোন হাতকড়া নেই, অভিনন্দন।”
দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি উল্লেখ করে আসিফ লেখেন, “এদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মতি ভাই সেইম মামলায় মাননীয় আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আর আমাকে গ্রেপ্তার করেছে সিআইডি এমনই এক রোজার রাতে। আমি আগাম কিছুই জানতে পারিনি।”
পোস্টের বিষয়ে জানতে চাইলে আসিফ আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক দেশে দুই আইন, এটুকুই বলব। আর যা বলার সেটা ফেইসবুকেই বলেছি।”