Published : 03 Jul 2025, 03:16 PM
শহরে একের পর এক নারী খুনের ঘটনা ঘটছে, কিন্তু হত্যাকারীকে ধরতে পুলিশ ব্যর্থ-এ ধরনের থ্রিলার গল্পের ওয়েব সিরিজ আসছে বৃহস্পতিবার।
‘কানাগলি’ শিরোনামের ছয় পর্বের সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সিরিজটি বানিয়েছেন আহমেদ জিহাদ।
বঙ্গ বলছে, সিরিজের গল্পে দেখা যাবে, নারী খুনের ঘটনায় একটাই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সেটি হল কাঁচি। এই ঘটনার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা মাহফুজের উপরে। ঘটনার গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, খুনি মেতেছে বুদ্ধির খেলায়।
সিরিজে পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার সঙ্গে জুটি বেঁধেছেন আইশা খান।
সিরিজটি নিয়ে অভিনেতা শ্যামল মাওলা গ্লিটজকে বলেন, "এটি সাইকো থ্রিলার ঘরানার গল্প। গল্পে অনেক চমক রয়েছে। নির্মাতা এই সিরিজের মধ্য দিয়ে আমাদের সমাজের কিছু বৈষম্য তুলে ধরেছেন। আশা করছি আমার চরিত্রটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গল্পটি সবার পছন্দ হবে। "
'কানাগলি' সিরিজে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশারসহ অনেকে।