Published : 26 Jun 2023, 11:28 AM
অভিনয় কপালে না জুটলেও সিনেমার কোনো একটি কাজ পেতে মরিয়া সেই যুবকই কিনা বলিউডে কাটিয়ে দিলেন ৩১ বছর। তাও আবার যেনতেনভাবে নয়, রীতিমত ‘বাদশাহ’ হয়ে নিজেকে এবং হিন্দি সিনেমাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তিন দশকের বেশি সময় পাড়ি দেওয়া বাদশাহ শাহরুখ খান বলেছেন, যাত্রাটা তার ভালোই ছিল।
এছাড়া মানুষকে বিনোদন দিতে পারাটাই ক্যারিয়ারের মূল ‘অর্জন’ বলেও মনে করেন শাহরুখ।
টুইটারে ‘আস্কএসআরকে’ সেশনে প্রতিমাসেই শাহরুখকে পান তার ভক্তরা। সেখানে ভক্তদের সঙ্গে দারুণ আড্ডা হয় তার। আর আড্ডার বেশিরভাগটা জুড়েই থাকে মজার সব কথা। এমনকি ভক্তদের সিরিয়ায়স বা গুরুগম্ভীর কোনো প্রশ্নতেও শাহরুখকে হাসিঠাট্টার মেজাজেই পাওয়া যায়।
পিংকভিলা জানিয়েছে, অন্যসময় ১৫ বা ২০ মিনিট সেশন চালালেও ক্যারিয়ারের ৩১তম বার্ষিকীতে শাহরুখ টুইটারে চ্যাট করেছেন ৩১ মিনিটি।
‘কৌতুকপ্রিয়’ শাহরুখ শুরুতেই লিখেছেন, “বাহ, মাত্রই বুঝতে পেরেছি ‘দিওয়ানা’ হিট হওয়ার পর ৩১ বছর পার হয়ে গেছে। পুরো যাত্রা ভালোই ছিল। সবাইকে ধন্যবাদ। এখন আমরা কি ৩১ মিনিটের জন্য ‘আস্কএসআরকে’ করতে পারি?”
Wow just realised it’s 31 yrs to the day when Deewana hit the screens. It’s been quite a ride mostly a good one. Thanks all and we can do 31minutes of #AskSRK ??
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
এরপর মন্তব্যের ঘরে ‘শাহরুখ বন্দনা’ আর শুভেচ্ছার বন্যা বইতে থাকে। তবে অনেকেরই প্রশ্ন ছিল ‘পাঠান’ তারকার আগামী সিনেমা ‘জওয়ান’ এর টিজার আসবে কবে?
উত্তরে শাহরুখ বলেন, “…চিন্তা করবেন না…যেটার কথা বলছেন (টিজার) সেটি একটি ভালো জায়গায় সুখেই আছে।”
It’s all ready getting other assets in place. Don’t worry it’s all in a happy place…#Jawan https://t.co/U6rdgiv2pD
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
শাহরুখের ক্যারিয়ার শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ দিয়ে, তখন নাম ছিল আব্দুর রহমান। পরে আসেন সিনেমায়। ৫৭ বছর বয়সী এই মহাতারকাকে তিন দশক আগে ‘দিওয়ানা’ সিনেমায় প্রথম দেখা যায় বড় পর্দায়।
১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী। এক ভক্ত ‘দিওয়ানা’ নিয়ে জানতে চান যে, ওই সিনেমার শুটিংয়ের কোন ব্যাপারটি শাহরুখ এখনও মনে রেখেছেন।
Working with Divyaji and Rajji. https://t.co/VyiaGfxtVu
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
শাহরুখ তার প্রথম সিনেমার সহশিল্পীদের স্মরণ করে বলেন, “বিশেষ করে দিব্যাজি এবং রাজজিকে ভোলার নয়।”
কোন কাজটি শাহরুখের ৩১ বছরের গুরুত্বপূর্ণ অর্জন জিজ্ঞাসা করলে নায়কের চটজলদি উত্তর, “এতদিন ধরে মানুষকে বিনোদন দিতে পারছি, এটাইতো অর্জন।”
Being able to entertain lots of people lots of times. That’s it. https://t.co/UazXvjrwx7
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
আরেকজন প্রশ্ন করেন, “স্যার আপনি যখন নিজের এন্ট্রিটা দেখেন তখন কেমন লাগে। ৩১ বছর পরে এসেও আমাদেরই শিহরণ জাগায়।”
জবাবে শাহরুখ লিখলেন, “হেলমেট পরা উচিত ছিল।”
দিনে-রাতে, রোদে-জলে টানা কাজ করেও শাহরুখ কিভাবে নিজের ত্বকের সৌন্দর্য ধরে রেখেছেন? বিস্ময়ের ইমোজি দিয়ে শাহরুখের কাছে এক নারী ভক্ত এই প্রশ্ন করলে উত্তর ছিল, “ভালোবাসার আলোয় আমি উজ্জ্বল।”
শাহরুখের এই উত্তরে হাসির ইমোজিতে ভেসেছে মন্তব্যের ঘর।
Pyaar ke noor mein nahana padhega!! https://t.co/Rg7LRKFISz
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্ট অভিনেতারা থাকলেও অনেক দৃশ্যই শাহরুখ নিজে করেন। বিশেষ করে তার সর্বশেষ সিনেমা ‘পাঠান’এ স্টান্ট দৃশ্যের ছড়াছড়ি দেখা গেছে। এক ভক্ত জানতে চেয়েছিলেন কিভাবে ৫৭ বছর বয়সেও স্টান্ট করার সাহস পান এই নায়ক।
শাহরুখ বলেন, “ভাই, ব্যথানাশক ওষুধ উপায় দেখিয়ে দেয়।”
Bahut painkillers khaane padhte hain bhai…. https://t.co/YbgptHE37R
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
ভক্ত-অনুরাগীদের মোটামুটি জানা আছে শাহরুখ খান চেইন স্মোকার। ২০১১ সালে এক সাক্ষাৎকারে স্বীকারও করেছিলেন, দিনে ১০০ সিগারেট না হলে তার চলেনা। বহুবার সিগারেট নিয়ে শাহরুখকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বাদ যায়নি এই সেশনও।
একজন শাহরুখকে ট্যাগ করে টুইটারে লেখেন, “চলুন একসঙ্গে সিগারেট খেয়ে আসি।”
আর তাতে কিং খানের জবাব, “নিজের খারাপ অভ্যেসগুলো আমি নিজের মধ্যেই রাখি।”
এক ভক্ত জানতে চান, “আপনি একজন অনুপ্রেরণাদায়ক মানুষ, আমাদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে?”
অভিনেতা লিখেছেন, “কাজের প্রতি আরও কঠোর মনোযোগ দাও… পরিবারকে আরও সময় দাও।”
ফিরে দেখা
দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে শাহরুখ খান বনে গেলেন সুপারস্টার। প্রযোজক মহলে তো তার নামই হয়ে যায় ‘বাম্পার ওপেনার’। তাকে নেওয়া মানে প্রযোজকেরা ধরেই নিতেন ছবির খরচের অনেকটা প্রথম দিনই উঠে আসবে।
এরপরের তিন দশকে অন্য অনেক অভিনেতার মতই নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দে খাপ খাইয়েছেন নিজেকে। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।
‘বাজিগর’, ‘ডর’ সিনেমায় প্রেমিক ও খলচরিত্রে অভিনয় শাহরুখকে বিপুল খ্যাতি এনে দেয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’, ‘কাভি হ্যায় কাভি না’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দেবদাসের’ মত রোমান্টিক ও অ্যাকশন সিনেমাতেও শাহরুখের অভিনয় ভক্ত হৃদয়ে ছাপ ফেলেছে।
অনেক ভক্তের কাছে বলিউডের রোমান্টিক সিনেমা মানেই নব্বই দশকজুড়ে শাহরুখ। তার অভিনীতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাকে ‘নায়ক’ তকমায় শীর্ষদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেয়।
ব্লকবাস্টার সিনেমা ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’ শাহরুখকে তার প্রচলিত কাজগুলো থেকে অনেকটা আলাদা করে সুঅভিনেতা হিসেবে চিনিয়ে দেয়। এর একটিতে নাসার বিজ্ঞানী, অন্যটিতে হকি কোচ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির চরিত্রে অভিনয়ে শাহরুখ দর্শকদের সামনে আবির্ভূত হয়েছেন দুর্দান্ত রূপে।
কোভিড মহামারীর আগে ‘ফ্যান’ থেকে ‘জিরো’ সব মিলে পরপর চারটি সিনেমা ফ্লপ হয়েছিল তার। ব্যর্থতায় বিরক্ত হয়ে বিরতিও নিয়েছিলেন। নতুন কোনো চিত্রনাট্যও শোনেননি এ সময়। নিজেকে প্রস্তুত করেছেন। যার ফল দেখা গেছে চলতি বছরের শুরুর মাসে মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমায়। শাহরুখের রাজসিক প্রত্যাবর্তনের ‘পাঠান’ এখন পর্যন্ত হিন্দি সিনেমায় সবোর্চ্চ আয়ের রেকর্ড তৈরি করেছে।
চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের বছরের দ্বিতীয় অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জওয়ান’।
এদিকে রাজকুমার হিরানি পরিচালিক শাহরুখের ‘ডানকি’ আসার কথা ছিল ডিসেম্বরে। যদিও তা ২০২৪ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও সালমনা খানের স্পাই থ্রিলার ‘টাইগার ৩’-এ ক্যামিও চরিত্রে আসবেন শাহরুখ, ঠিক যেভাবে ‘পাঠান’-এ সালমান এসেছিলেন শাহরুখের কাছে। শোনা যাচ্ছে, বলিউডি প্রযোজক ফারাহ খানের নতুন সিনেমাতেও শাহরুখকে দেখা যেতে পারে।
বলা হয়, সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও তিনি ভারতের শীর্ষ তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও নাম লিখিয়েছেন কিং খান।