Published : 15 May 2025, 05:21 PM
বান্দরবানের থানচিতে গেল বছর শুটিং করার সময় হঠাৎ করে ব্যাংক ডাকাতদের গোলাগুলির মধ্যে পড়েছিল যে সিনেমা টিমটি, সেই ‘নাদান’ মুক্তি পাচ্ছে এবারের কোরবানির ঈদে।
পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক ফরহাদ চৌধুরী।
পরিচালক ফরহাদ চৌধুরী গ্লিটজকে বলেন, "আমার সিনেমাটি প্রস্তুত, ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আগেই ছিল। পোস্টার প্রকাশ পেয়েছে। আগামী সপ্তাহে টিজার, ট্রেইলার প্রকাশ করে প্রচারণা শুরু হবে।"
পাহাড়ি এলাকার গল্প নিয়ে নির্মিত 'নাদান' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। প্রকাশ হওয়া পোস্টারে অস্ত্র হাতে দেখা গেছে এই অভিনেতাকে।
পোস্টার প্রকাশের পর সবার ভালোবাসা পাচ্ছেন জানিয়ে গ্লিটজকে মাওলা বলেন, "সবাই আমাকে পছন্দ করে যেভাবে সাপোর্ট করছে, উইশ করছে, তা বেশ ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি বেশ।"
ঈদে এবার মুক্তির তালিকায় আছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, মিঠু খানের ‘নীল চক্র’ ,সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’, তানিম নূরের 'উৎসব', অলক হাসানের ‘টগর’।
এত সিনেমার প্রতিযোগিতায় ‘নাদান’ আলাদাভাবে দর্শক কতটা গ্রহণ করবে প্রশ্নে শ্যামল মাওলা বলেছেন, গল্প ভালো হলে সেই সিনেমা ‘হলে চলবে’।
“যেমনটা আমরা রোজার ঈদে দেখেছি। আমাদের সিনেমার গল্পটা দারুণ তাই আশা করছি দর্শক ভালোভাবেই একসেপ্ট করবে।
"আমার চরিত্রটি খুবই ইতিবাচক একটা চরিত্র। এছাড়া কর্মাশিয়াল সিনেমায় খুব একটা আমাকে দেখা যায় না, এবারই লিড চরিত্রে দেখা যাচ্ছে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে বলে আমি মনে করি।"
দীর্ঘদিন সিনেমাটোগ্রাফির পর পরিচালক ফরহাদ চৌধুরীর প্রথম সিনেমা এটি। সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।
পরিচালকেরও ভাষ্য, পাহাড়ি গল্প, পাহাড়ি এলাকা নিয়ে তেমন কোনো সিনেমা হয় না। তাই এই গল্প নিয়ে তার আত্নবিশ্বাস রয়েছে।
'নাদান' সিনেমায় আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, জুয়েল জোহর, সাইফ খান, সাইমা স্মৃতি, রাকিব হোসেন ইভনসহ অনেক।
গেল বছরের এপ্রিলে ‘নাদানের’ দৃশ্য ধারণের কাজে থানচিতে গিয়েছিল ৩০ জনের একটি টিম।
১৫ দিনের শুটিংয়ের একদিন দিনের বেলা হঠাৎ করে গোলাগুলি শুরু হলে প্রাণে বাঁচতে তারা সাঙ্গু নদীর কাছে একটি পাহাড়ে আশ্রয় নেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় হোটেলে ফিরে আসেন টিমের সদস্যরা।পরে তারা ঢাকায় ফেরেন।
সে সময় গ্লিটজকে শ্যামল মাওলা বলেছিলেন, " সেখানে খুবই ভয়াবহ অবস্থা ছিল। হোটেলের সামনেই কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি এসে লাগে। চোখের সামনে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছিল। সেই পরিস্থতি বলে বোঝানো সম্ভব না।”
ওইদিন একদল সশস্ত্র লোক তিনটি গাড়ি নিয়ে এসে থানচি কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক শাখায় হামলা চালিয়ে টাকা লুট করে। কৃষি ব্যাংক থেকে দুই লাখ ৮ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লুট করে নেয় তারা। ফিরে যাওয়ার সময় তারা গুলি চালিয়ে আতঙ্ক তৈরি করে।
আরও পড়ুন: