Published : 18 Aug 2024, 08:51 PM
বলিউডের অন্যতম জুটি চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতারকে নিয়ে তথ্যচিত্র নির্মাণে তাদের ছেলেমেয়েরা হাত লাগিয়েছিলেন কিছুদিন আগে। ছেলেমেয়ের ইচ্ছা ছিল, এই দুটি মানুষের বর্ণাঢ্য কর্মজীবন সবার সামনে আসুক। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামের সেই তথ্যচিত্র এখন মুক্তির অপেক্ষায়, এসেছে ট্রেইলার।
সেখানে শুরুতেই কথা বলতে দেখা যায় সেলিম খানের ছেলে নায়ক সালমান খানকে। ভাইজান বলেন, এমন একটা বিষয় নিয়ে তিনি কথা বলতে চাইছেন, যা বলতে গিয়ে জীবনে প্রথমবারের মত বেশ নার্ভাস বোধ করছেন।
বলিউডকে ২৪টি কালজয়ী সিনেমা উপহার দেওয়া দুই চিত্রনাট্যকারের এমন জুটি আগামীতে আর কখনো আসবে কী না সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন জাভেদের পুত্র-কন্যা ফারহান আখতার এবং জোইয়া আখতার।
এই তথ্যচিত্রে সেলিম-জাভেদের অল্প বয়সের ছবি, তাদের চিত্রনাট্যে তৈরি সিনেমা ‘শোলে’, ‘ইয়াদো কি বরাত’ এর খণ্ড খণ্ড দৃশ্য তুলে ধরা হয়েছে। তাদের লেখালেখির না শোনা গল্প এবং খুঁজে খুঁজে আইকনিক চরিত্র তৈরি করাসহ খুঁটিনাটি তুলে ধরা হয়েছে এখানে।
কীভাবে তাদের হাত ধরে একের পর এক কালজয়ী সিনেমা তৈরি হয়েছে, সে সবের বর্ণনা থাকছে তাতে। ট্রেইলার শেষ হয়েছে হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার দিয়ে, যিনি মনে করেন তার উত্থানের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি।
আরও পড়ুন:
পর্দায় সেলিম-জাভেদ জুটি! নেপথ্যে পুত্র-কন্যারা