আর সবার মতো বিনোদন জগতের তারকাও করেছেন কোরবানির ঈদ উদযাপন। সোশাল মিডিয়ার শরণ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের। সেই সঙ্গে ঈদের কার কোনো সিনেমা-নাটক মুক্তি পেয়েছে, তার প্রচারও সেরে নিলেন কেউ কেউ।
ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি নেমেছিলেন বাড়ির নিচে, দেখিয়েছেন কোরবানির পশু। তার ভিডিও শেয়ার করেছেন ফেইসবুকে। ক্যাপশনে লিখেছেন, “এই ছিলো আমাদের ঈদের প্রথম প্রহর! আলহামদুলিল্লাহ।”