Published : 05 Oct 2023, 11:46 PM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বভাবকবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “একজন বর্ষীয়ান লোককবির উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেশ কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়সহ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে ধারাবাহিক হামলা হচ্ছে, তার কোনটিরই বিচার না হওয়ার কারণেই লোককবির উপর হামলা করার সাহস পেয়েছে।”
এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমান বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে একজন বর্ষীয়ান লোককবির উপর যে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে, তার নিন্দায় সোচ্চার হয়েছে সারাদেশ।
“বাহাত্তরের সংবিধানের মূলনীতি মেনে চললে আজকের বাংলাদেশে এমন ঘটনা দেখতে হত না। একজন আসামি গ্রেপ্তার হলেও লোককবি রাধাপদ রায়ের উপর হামলায় জড়িত অন্যজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি।”
এ ঘটনার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সংস্কৃতিকর্মী রঘু অভিজিৎ রায়, জীবনানন্দ জয়ন্ত ও আকরামুল হক।
উদীচীর কর্মীরা ছাড়াও সমাবেশে সমমনা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।