জীবনের ৩৩ বছর পূর্ণ করলেন মিমি চক্রবর্তী; এই জন্মদিনটি তিনি কাটাচ্ছেন প্যারিসে। কীভাবে কাটাচ্ছেন, তাও দেখালেন ভক্তদের। রাজনীতিতে আসার পর থেকে সোশাল মিডিয়ার প্রতিটি পোস্টে আজকাল নিজের প্রস্ফুটিত হওয়ার যাত্রাকেই তুলে ধরছেন বাঙালি এই অভিনেত্রী।
মিমি চক্রবর্তী- অভিনয় ও রাজনীতি দুই ভূমিকায় সক্রিয়।