Published : 17 Jun 2023, 04:15 PM
স্পাই ইউনিভার্স তাদের ধু্ন্ধুমার অ্যাকশনধর্মী এক সিনেমার জন্য এক অভিনেত্রীকে খুঁজে পেয়েছে। তিনি হলেন কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ সিনেমায় হৃত্বিক রোশন এবং দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে পর্দায় আসছেন কিয়ারা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চলতি বছর এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। যশরাজ ফিল্মসের কর্ণধার প্রযোজক আদিত্য চোপড়া ‘ওয়ার ২’ রহস্য-রোমাঞ্চ আর অ্যাকশনের মশলা মিশিয়ে এমন কায়দার সিনেমা বানাতে চাইছেন, যাতে চোখ ধাঁধিয়ে যায় দর্শকদের।
আদিত্যর ভাষ্য, স্পাই ইউনিভার্সের সবগুলো সিনেমাই কাজের অনন্য চাপ রেখেছে। তাই ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলও যেন সেই ধারাবাহিকতা জিইয়ে রাখতে পারে।
যশরাজ ফিল্মস জানিয়েছে, ‘ওয়ার ২’ সিনেমায় হৃত্বিক ও এনটিআরের সঙ্গে পর্দা কাপাঁতে আসছেন কিয়ারা।
২০১৪ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও কিয়ারার খ্যাতির খাতা খোলে ২০১৮ সালে। নেটফ্লিক্সের সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে নির্মাতা করণ জোহরের মাধ্যমেই পরিচিতি পান তিনি। এছাড়া ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারা জুটিও পায় প্রশংসা।
যশরাজ ফিল্মস ‘টাইগার’, ‘পাঠান’ এবং ‘কবীর’ এই তিন চরিত্রকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছিল। ‘ওয়ার ২’ সিনেমা আসছে ঘোষণা দিয়ে যশরাজ ফিল্মস জানিয়েছিল, এই সিনেমাটিও স্পাই ইউনিভার্সেরই একটি অংশ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী ‘ওয়ার’ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। তাতে মেজর কবীরের ভূমিকায় অভিনয় করা হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ।
এবার নির্মাতার ভূমিকাতেও পরিবর্তন আসছে। স্পাই সিরিজ ‘ওয়ার ২’ নির্মাণ করবেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখোপাধ্যায়।
যশরাজ ফিল্মসের ব্যানারে এ সিনেমাটি ‘টাইগার থ্রি’ এর গল্পকে অনুসরণ করবে। অতিথি চরিত্রে শাহরুখ খান এবং সালমান খানকেও দেখা যেতে পারে।
‘ওয়ার টু’ দিয়ে বলিউডে পা রাখবেন এনটিআর জুনিয়র।
পুরনো খবর