Published : 20 Mar 2023, 05:29 PM
দাম্পত্যে জটিলতা চললেও দুঃসময়ে স্ত্রী শবনম বুবলীকে পাশেই পাচ্ছেন শাকিব খান।
ধর্ষণসহ নানা অভিযোগ যখন মোকাবেলা করছেন এই চিত্রনায়ক, তখন ফেইসবুক লিখে তার পক্ষে দাঁড়িয়েছেন বুবলী; ধর্ষণের অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি; বলেছেন, শাকিব সব সময়ের ‘রাজা’।
সোমবার ফেইসবুকে এক পোস্টে বুবলী লেখেন, “মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল? এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন?”
অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ নামের একজন প্রযোজক সম্প্রতি দেশে এসে শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ দেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোকে। তার ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় শাকিব অভিনয় করছেন।
শুটিংয়ে ঠিকমতো না এসে আর্থিক ক্ষতি সাধনের পাশাপাশি সিনেমার সহ প্রযোজককে শাকিব খান ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন রহমত উল্লাহ।
তার অভিযোগ নিয়ে কয়েক দিন নিশ্চুপ থাকার পর শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব। তিনি রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরদিন শাকিব গোয়েন্দা পুলিশের কাছে গিয়ে নালিশ দেন। সোমবার তিনি মামলা করবেন বলে খবর ছড়ালেও আদালতে দেখা যায়নি এই চিত্রনায়ককে।
চিত্রনায়িকা বুবলী শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে হয় এবং ২০২০ সালের ২১ মার্চ সন্তানের মা হন তিনি। পরে তাদের সংসার ভেঙে যাওয়ার খবর সংবাদ মাধ্যমে আসে। দুজনই আলাদা থাকার বিষয়টি স্বীকার করেন, তবে আনুষ্ঠানিক বিচ্ছেদের বিষয়ে কিছু বলেননি।
বুবলী ফেইসবুকে লেখেন, “শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।”
বুবলী প্রশ্ন রেখেছেন, “শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হল না?
“২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান তার সুপার হিরো নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি কোনো ব্যাপারে Guilty থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিং এর permission ই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।”
অভিযোগ নিয়ে শাকিব খানের সঙ্গে ‘কথা বলার চেষ্টা’ করবেন নিপুণ
ডিবিতে নালিশ করে ‘আশ্বস্ত’ শাকিব খান
বুবলী ওই প্রযোজকের অভিযোগের পরিপ্রেক্ষিতে লেখেন, “তার (শাকিব খান) খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক expense হত।”
এই অভিযোগ তোলার পেছনে আরও কেউ রয়েছে বলে শাকিব খানের সন্দেহ। বুবলীও তার সঙ্গে একমত।
এই চিত্রনায়িকা লিখেছেন, “কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে ওঠেপড়ে লাগে। নানা চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি। দিবেও না। সবসময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।”
সবাইকে সতর্ক করে পোস্টের শেষে বুবলী ইংরেজিতে লিখেছেন, “Just remember, Once a king always a king! Once a superstar always a superstar.”