Published : 13 Aug 2023, 02:50 PM
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে ঢাকায় তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিবছরের মত রোববারও ‘তারেক মাসুদ স্মরণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানের আয়োজন করছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক একটি অনুষ্ঠান।
এছাড়া ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত: মর্মান্তিক মৃত্যুর এক যুগ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন নির্মাতা তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন।
ওই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামালও মারা যান।
গাড়িতে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হলেও তারা প্রাণে বেঁচে যান।
শিল্পকলায় ‘আদম সুরত’, স্মৃতিতর্পণ ও স্মারক বক্তৃতা
মুভিয়ানা ফিল্ম সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তাদের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
শুরুতে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ দেখানো হবে।
এরপর সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে ‘স্মৃতিতর্পণ’ স্মরণ অনুষ্ঠান হবে। ‘স্মৃতিতর্পণে’ অংশ নেবেন তারেক মাসুদের সহোদর শব্দগ্রাহক নাহিদ মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
এরপর সাড়ে ৬টায় হবে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩’। ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক বক্তৃতা করবেন চলচ্চিত্র গবেষক ও শিক্ষক ফাহমিদুল হক।
টিএসসিতে তারেক মাসুদের তিনটি সিনেমা
টিএসসিতে ‘স্মৃতিতে ও চলচ্চিত্রে: তারেক মাসুদ ও মিশুক মুনীর’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
বিকেল ৪টা থেকে টিএসসি মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত তিনটি চলচ্চিত্র দেখানো হবে। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রেখেছে চলচ্চিত্র সংসদ।
সন্ধ্যা ৬টায় টিএসসি সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত ‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’ প্রাঙ্গণে প্রদীপ জ্বালানো হবে।
রাত ৮টায় ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত স্মরণানুষ্ঠানে অংশ নেবেন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরের সহধর্মিণী মঞ্জুলী কাজী, মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর তন্ময় ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকর্মী রোদেলা নিরুপমা ইসলাম।
‘রানওয়ে’ দেখাবে ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘তারেক মাসুদ চলচ্চিত্রের আদম সুরত: মর্মান্তিক মৃত্যুর এক যুগ উপলক্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ’ শীর্ষক আরেকটি আলোচনা সভা করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক মনিস রফিক, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্র পরিচালক প্রসূন রহমান ও অপরাজিতা সংগীতা।
সন্ধ্যা ৭টায় ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শিত হবে।
‘মুক্তির গান’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন চলচ্চিত্রকার তারেক মাসুদ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকারসহ বহু পরিচয়ে পরিচিত ছিলেন তিনি।
তারেক মাসুদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোনার বেড়ি’ মুক্তি পায় ১৯৮৫ সালে। এই নির্মাতার শেষ সিনেমা ‘রানওয়ে’ আসে তার মৃত্যুর আগের বছর ২০১০ সালে।
‘মাটির ময়না’ সিনেমার জন্য ২০০২ সালে তারকে মাসুদ কান চলচ্চিত্র উৎসবে পান ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ পুরস্কার। এছাড়া তারেকের এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু পুরস্কার অর্জন করে। কান ছাড়াও বাংলাদেশ থেকে ‘মাটির ময়না’ সিনেমাটি প্রথম সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য পাঠানো হয়েছিল।
মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন।
দেশে প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 'একুশে টেলিভিশন’ চালু হওয়ার সময় হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন মিশুক মুনীর । এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, চ্যানেল ফোর ও সিবিসি টেলিভিশনের ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেছেন তিনি। পরে এটিএন নিউজের সিইওর দায়িত্ব নেন।