Published : 13 Dec 2023, 08:18 AM
বলিউডে আত্মপ্রকাশের পর এখন পর্যন্ত কোনো সিনেমাতেই বাজি মাত করতে পারেননি চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে; শুধু শিরোনাম হয়েছেন আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম নিয়ে। সেই অনন্যাই অভিনয় জীবন নিয়ে আত্ম-উপলব্ধির কথা জানালেন।
সংবাদ প্রতিদিন বলছে, অভিনয় জগতে পা রাখার পর পরিবারের প্রতি আগেও চেয়ে দায়িত্বশীল হয়েছেন বলে অনন্যার বিশ্বাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা, ক্যারিয়ার এবং সোশাল মিডিয়ায় বিদ্রুপ নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্যা।
এ অভিনেত্রী বলেন, “আমি সিনেমায় আসার পর থেকে পরিবারের প্রতি একটু দায়িত্ব বেড়েছে। আর সেই কারণেই প্রথম পারিশ্রমিক পাওয়ার পর বোনের টিউশন ফি দিয়েছিলাম। এ কাজটি করে ভালো লাগছিল। মনে হচ্ছিল, পরিবারে কিছু তো অবদান রয়েছে আমার।”
পেশা হিসেবে কেন অভিনয়কে বেছে নিলেন অনন্যা?
জবাবে নায়িকা বলেন, “অনেকেই ট্রল করে, নেপোটিজমের কথা বলে। তবে সেগুলো নিয়ে খুব একটা না ভেবে ক্যারিয়ারে মনযোগ দিচ্ছি আমি।
“আমি অভিনয় ভালোবাসি। অভিনেত্রীই হতে চেয়েছিলাম। এই ট্রল আমার জেদকে নষ্ট করতে পারবে না।”
২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে অনন্যার। সেই সিনেমাতে অনন্যা ছাড়াও ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।
এরপর ‘পতী, পত্নী অউর উওহ’ সিনেমায় দেখা যায় অনন্যাকে। সম্প্রতি দীপিকা পাডুকোনের সঙ্গে ‘গেহরাইয়া’ সিনেমাতেও অভিনয় করেছেন অনন্যা।