Published : 31 May 2023, 11:55 PM
একের পর এক বাধার মুখে পড়ছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা:দ্য রুল’। এবার সড়ক দুর্ঘটনায় সিনেমার একাধিক কলাকুশলীরা গুরুতর আহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে ‘পুষ্পা ২’ টিমের বাসের সঙ্গে অন্য একটি বাসের ধাক্কা লাগে। ফলে গুরুতর আহত হন সিনেমার কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী।
আহতের চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়াও খবরও এসেছে। তবে এখনও নির্মাতার তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। আহতদের মধ্যে কারা কারা রয়েছেন, তাও জানা যায়নি।
‘পুষ্পা: দ্য রাইজ’র সিকুয়েলের শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। প্রথমে বিশাখাপত্তম এবং তারপর হায়দরাবাদে এক দফা শুটিং হয়। শোনা গিয়েছিল, পশ্চিমবঙ্গের বাঁকুড়াতেও শুটিং হবে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে পরিচালক সন্তুষ্ট নন। শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চাইছেন তিনি।
এর আগে ঘোষণা এসেছিল, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পাবে ‘পুষ্পা: দ্য রুল’র প্রথম টিজার। তবে শুটিং বন্ধ হওয়ায় টিজার প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ নামে হবে এর দ্বিতীয় পর্ব।
২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।
দ্বিতীয় সিকুয়েলেও পুষ্পার ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে রাশমিকাও বদলে যাননি। অভিনয় করছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে। বলিউড নায়িকা দিশা পাটানিকেও একটি আইটেম গানে দেখা যাবে।