Published : 28 Jun 2023, 08:34 PM
‘পুষ্পা: দ্য রুল’র শুটিং শুরু করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মানদানা। এই সিনেমায়ও শ্রীবল্লীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।
মঙ্গলবার এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুষ্পার শুটিং সেটের একটি ছবি শেয়ার করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
আল্লু অর্জুন এবং রাশমিকা মানদানা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’র সিক্যুয়েলের শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে।
প্রথমে বিশাখাপত্তম এবং তারপর হায়দরাবাদে এক দফা শুটিং সেরেছে সিনেমা টিম। কিন্তু যতটুকু কাজ হয়েছিল তাতে পরিচালক সন্তুষ্ট হননি বলে শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চেয়েছিলেন তিনি। তাই কিছু সময়ের জন্য কাজ স্থগিতও রেখেছিলেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ নামে হবে এর দ্বিতীয় পর্ব।
২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।
এখানেও পুষ্পার ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন। অভিনয় করছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে। বলিউড নায়িকা দিশা পাটানিকেও একটি আইটেম গানে দেখা যাবে।
সিক্যুয়েলে পুষ্পার জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে। তার শৈশব এবং পরিবারের সঙ্গে সম্পর্ক স্পষ্ট করা হবে। আছে পুলিশের সঙ্গে অ্যাকশন দৃশ্যও।
নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমা মুক্তির ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ সালে হলে আসবে ‘পুষ্পা: দ্য রুল’।
পুষ্পা ছাড়াও আগামীতে ‘রেইনবো’ নামের এক নারীকেন্দ্রিক তেলেগু সিনেমায় মূল চরিত্র দেখা যাবে রাশমিকাকে।