নাটক ‘অফ বিট’-এ প্রথমবার শোনা গিয়েছিল গায়ক ও সংগীত পরিচালক শায়ান চৌধুরীর গলায় ‘সে যে বসে আছে একা একা’ গানটি। যে গানের লিরিক-সুরে ‘বুদ’ থেকেছে এক প্রজন্মের তরুণ। এরপর কেটে গেছে ১৯ বছর। জনপ্রিয় গানটি অর্ণব নতুন করে শোনাচ্ছেন তার নতুন অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’-এ। পুরো অ্যালবামটি ‘স্পটিফাইতে’ শোনা গেলেও নতুন সংগীতায়োজনে তৈরি ‘সে যে বসে আছে একা একা’ গানটি প্রকাশ হয়েছে ইউটিউবে। আধখানা ও ধুন স্টুডিওতে তৈরি ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’কে নতুন অ্যালবাম বলা হলেও এখানে স্থান পেয়েছে অর্ণব ও তার বন্ধুদের পুরনো গানগুলোই।