Published : 15 Dec 2023, 12:26 AM
আসছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রবীণ অভিনেতা অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে।
আনন্দবাজার বলেছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ সিনেমার কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’ গানের লাইনেই রাখা হয়েছে পরমব্রতের এ সিনেমার নাম।
পরমব্রত নিজেও এ সিনেমায় অভিনয় করবেন।তার চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের আদলে তৈরি হলেও এটি কানো বায়োপিক নয়।
শোনা যাচ্ছে, হইচই স্টুডিয়োজের প্রযোজনায় বাংলা সিনেমার নস্টালজিক একটি অধ্যায়কে তুলে আনা হবে ‘এই রাত তোমার আমার’ সিনেমায়।
অঞ্জন ও অপর্ণা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ সিনেমায় ।
বুধবার ছিল ‘এই রাত তোমার আমার’ সিনেমার মহরৎ। আপাতত সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরের গোড়ার দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
অভিনয় ও পরিচালনা দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন পরমব্রত। এ বছরই ‘হাওয়া বদল টু’ ও ‘পর্ণশবরীর শাপ’ সিরিজের কাজ শেষ করেছেন তিনি। সিরিজটি শিগগিরিই মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে।