Published : 05 Oct 2023, 10:08 PM
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে যোগা দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি এর আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বৃহস্পতিবার মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এতদিন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার অবসরে গেছেন।
বিসিএস ১১ ব্যাচের প্রশাসন ক্যডারের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯৩ সালে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে।