Published : 18 Jun 2023, 06:00 PM
বাংলাদেশে প্রতিবছর ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়, যাদের মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে সরকারি এক গবেষণায় উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের ঘটনাগুলোর ৯৫ শতাংশই গ্রামঞ্চলে ঘটে। আক্রান্ত ব্যক্তিদের ১০ দশমিক ৬ শতাংশ পরে শারীরিক এবং ১ দশমিক ৯ শতাংশ মানসিক সমস্যায় ভোগেন।
বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের ওপর ২০২১-২০২২ সালে করা ১৭টি গবেষণা প্রতিবেদন রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা।
সেখানে বলা হয়, নারীদের চেয়ে পুরুষরা ১ দশমিক ৪ শতাংশ বেশি সাপের দংশনের ঝুঁকিতে থাকে। সাপের কামড় এবং মৃত্যুতে বাংলাদেশ ‘উচ্চ ঝুঁকিতে’ থাকলেও এখানে কোনো ওষুধ তৈরি হয় না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানের বলেন, সাপের কামড়ে প্রতি বছর অনেকে মারা যায়। সংখ্যাটি অনেক বড়, এজন্য এ বিষয়ে সচেতন হতে হবে।
“এটা (সাপের কামড়ে মৃত্যু) অনেক বড় সংখ্যা। আমাদের একটি ভেনোম কালেকশন সেন্টার রয়েছে। সেখানে ভেনোম কালেকশন হচ্ছে। আমরা আশা করছি সাপে কামড়ের ওষুধ তৈরি করতে পারব। এ বিষয়েও অনেক অগ্রগতি হয়েছে। আমরা আগামীতে জোর দেব যেন স্নেকবাইটের অ্যান্টিভেনোম তৈরি করা যায়।”
বাংলাদেশে পূর্ণ বয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে জানিয়ে ওই অনুষ্ঠানে বলা হয়, ১০ শতাংশের ডায়াবেটিস এবং ৫ শতাংশের স্থূলতা রয়েছে।
অসংক্রামক এসব রোগের ঝুঁকি কমাতে খাদ্যভ্যাস এবং জীবন ধারণের অভ্যাসে পরিবর্তন আনার ওপর জোর দেন বক্তারা।