Published : 03 Jun 2025, 08:32 PM
এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আমি। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে পরিবারসহ ঢাকায় থাকছি।
নিজ জেলা ভোলায় যখন ছিলাম, সেখানে আমার অনেক বন্ধু ছিল। তাদের সঙ্গে আড্ডা দিয়ে অবসর কাটত। কিন্তু, ঢাকায় এসে অনেকটাই একা হয়ে গেছি।
এই একাকিত্ব কাটাতে ঢাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। এতে প্রতিদিন নতুন নতুন জায়গা সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে।
আমার দিন শুরু হয় নামাজ পড়ে। এরপর শরীর চর্চার করি। আগে স্কুলের ব্যস্ততা থাকায় অন্য কাজে বেশি সময় দিতে পারতাম না। কিন্তু এখন বেশি সময় নিয়ে ব্যায়াম করতে পারি। কিছুদিন পর জিমে ভর্তি হব বলে ভাবছি।
প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়েও অনলাইনে কোর্স করছি।
দিনের একটা সময় মাকে তার ব্যবসার কাজে সাহায্য করি। আমার মা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনে সকালের নাস্তা সরবরাহ করেন। নাস্তা বানানো শেষ হলে আমি তা ক্যান্টিনে পৌঁছে দেই।
বিকেলে সাইকেল নিয়ে বের হই। আমাদের বাসার পাশে আছে ধানমন্ডি লেক। মাঝেমধ্যে সেখানে গিয়ে লেকের পানিতে পা ভিজিয়ে অনেকক্ষণ বসে থাকি।
এসব কাজ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে ইউনিসেফের একটি পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছি।
এছাড়া সিনেমা-নাটক দেখে ও বই পড়েও অবসর কাটাই। বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া বা সিনেমা দেখা হয়।
পড়াশোনার চাপ না থাকায় হ্যালোতে প্রকাশিত আমার সহকর্মীদের প্রতিবেদনগুলো পড়ি।পাশাপাশি নিজেও লেখার চেষ্টা করি। বেশি বেশি পড়ি যাতে নিজেকে সমৃদ্ধ করা যায়। আমি বিশ্বাস করি, এতে করে আমার লেখার মান আরও বৃদ্ধি পাবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।