Published : 21 Oct 2024, 09:09 PM
ক্যান্সারে ভুগে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ ক্রীড়া ফটোসাংবাদিক শোয়েবুর রহমান মিথুন মারা গেছেন। তিনি শোয়েব মিথুন নামেই পরিচিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিথুন।
তিনি বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।
মিথুনের স্বজনদের বরাত দিয়ে তার এক সহকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৭ বছর বয়সী মিথুন প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। এজন্য দেশে ও ভারতেও চিকিৎসা নিয়েছেন তিনি।
ভারত থেকে ফিরে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গেল কয়েকদিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
পরে পরিবারের ইচ্ছায় লাইফ সাপোর্ট থেকে তাকে বাসায় নেওয়ার পথে মিথুনের মৃত্যু হয়।
মিথুনের পরিবার জানিয়েছে, রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে জানাজার তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এক যুগেরও বেশি সময় ধরে বাংলানিউজে কাজ করে আসা শোয়েব মিথুন ক্রীড়া সাংবাদিকতায় বেশ সুনাম কুড়িয়েছিলেন।
বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোয়েব মিথুন বাংলানিউজের আগে সমকাল পত্রিকাতেও আমার সহকর্মী ছিলেন। বাংলাদেশে এই সময়ে যে ক’জন ক্রীড়া ফটোসাংবাদিকতায় নান্দনিকতার ছোঁয়া দিতে পেরেছিলেন, তার মধ্যে তিনি অন্যতম। তার মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত।”