Published : 25 Jun 2023, 09:42 PM
ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক রেজাউল করিম লোটাস।
২০২১ সালের অক্টোবর থেকে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকাধীন পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
ডেইলি সানের নির্বাহী সম্পাদকের পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কূটনৈতিক বিষয়ক প্রধানের দায়িত্বেও ছিলেন তিনি।
ডেইলি স্টার ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশে (ইউএনবি) দীর্ঘ তিন দশক সাংবাদিকতার ধারাবাহিকতায় লোটাস ২০২০ সালের জানুয়ারিতে ডেইলি সানের সিটি এবং কূটনৈতিক সম্পাদক হিসাবে যোগ দেন।
১৯৮৯ সালে ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা পেশায় আসেন লোটাস। বিশ্ববিদ্যালয় জীবনে দুদফায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন তিনি।
বর্তমানে পঞ্চম দফায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতির দায়িত্ব পালন করছেন লোটাস। এর আগে তিনি ২০১২, ২০১৭, ২০১৮ এবং ২০২২ সালে কূটনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের সভাপতি ছিলেন।