বিশ্বকাপে সাকিবদের খেলা থাকার দিন নজরজুড়ে ক্রিকেট ভক্তদের চোখ থাকে পর্দায়। দোকানে দোকানে টিভি ও মোবাইল ফোনে অনেকেই যেমন মগ্ন থাকেন খেলা দেখতে; তেমনি বড় পর্দায় খেলা দেখতে টিএসসি প্রাঙ্গণেও জড়ো হন অনেকে। দলের জার্সি পড়ে কেউ কেউ নেমে পড়েছেন খেলতেও। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে খেলার দিন সকাল থেকে ঢাকায় এমন দৃশ্য দেখা গেছে অহরহ।