চরদখল নিয়ে লাঠালাঠির খবর এখন আর তেমন শোনা যায় না। সেখানে এখন নতুন প্রাণের ছোঁয়া। নাটোরের লালপুরের পদ্মার বুকে জেগে ওঠা চরগুলোও এখন ফসলে ভরে ওঠে প্রতিবছর। ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেটও বদলে দিয়েছে চরের মানুষের জীবন। তারপরও কর্মব্যস্ত চরের মানুষগুলোর জীবন অনেক বেশি সহজ-সরল।