আগামী অগাস্টের প্রথম সপ্তাহে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই এলাকায় চলাচল শুরু করবে ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশা। এই যান সড়কে নামার পর তুলে দেওয়া হবে অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা। এর আগে শনিবার ঢাকা উত্তর সিটির নগর ভবনে উদ্বোধন করা হয় ই-রিকশা চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক তৈরির কর্মসূচি।