ঈদের ছুটি শেষ হয়েছে বুধবার; এখনও গ্রামের বাড়ি থেকে ফেরেনি নগরবাসীদের একাংশ। বাড়তি ছুটি নিয়ে অনেকেই রয়ে গেছেন ঢাকার বাইরে। যে কারণে অফিস আদালতে ছিল ছুটির আমেজ। সড়কেও চলাচল ছিল কম। দিনের বড় অংশজুড়ে ঢাকার অনেক রাস্তা ছিল ফাঁকা।