চৈত্রের মাঝামাঝি সময়ে বেড়েছে গরম, শুরু হয়েছে রোজাও। এতে অন্য সময়ের চেয়ে চাহিদা বেড়েছে শরবত আর ফলের রসের। ঢাকার মোহাম্মদপুরের টাউন হল এলাকার মতো নগরীজুড়েই স্থানীয়ভাবে তৈরি নানান ফল ও স্বাদের জুস বিক্রি হচ্ছে। আগে গ্লাসে করে সেখানে খাওয়ার ব্যবস্থা থাকলেও রোজায় তা বিক্রি হচ্ছে বোতলে করে।