ঢাকার কামরাঙ্গীরচরের মাতবর বাজার ঘাটে নারায়ণগঞ্জ থেকে নদী পথে বাল্কহেডে নিয়মিত আসছে ইট। এখান থেকে পরে তা সড়কপথে ঢাকার বিভিন্ন অংশে পাঠানো হয়। ভাটা থেকে বাল্কহেডে তোলা এবং মাতবর বাজার ঘাটে সাজিয়ে রাখার কাজ শেষে জনপ্রতি শ্রমিকরা পান ৯০০ থেকে ১০০০ টাকা।