Published : 02 Jul 2025, 10:57 PM
সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে নির্বাচিত সংসদ ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।”
বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্য, এই চারিটি দল ও জোটের সঙ্গে বৈঠকের পরে আমীর খসরু সাংবাদিকদের সামনে আসেন।
তিনি বলেন, “দেখুন আমাদের ৩১ দফায় কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না।
“আপনাদের মনে আছে কিনা,… আমরা যখন রাষ্টপ্রতি ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সংসদে প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদ পাস করতে হয়েছে।”
আমীর খসরু বলেন, “যদি কোনো দলের ইচ্ছা থাকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন…তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই বিষয়ে তারা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে আসে…যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের কাছে আপনাকে যেতে হবে নির্বাচনের মাধ্যমে। সেটা সংসদে এনে পাস করতে হবে।
“এই পর্যায়ে সংখ্যানুপাতিক ভোট আলোচনার কোনো বিষয় হতে পারে না।”
বিকাল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে রাজনৈতিক শরিকদের সাথে বৈঠক করেন আমীর খসরু। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
বৈঠকে আন্দালিব রহমান বিজেপি, হারুন চৌধুরী গণতান্ত্রিক বাম ঐক্য, মিয়া মশিউজ্জামান আমজনতা দল ও ইসমাইল সম্রাট বাংলাদেশ জন অধিকার পার্টির নেতৃত্ব দেন।
বৈঠকের পর ব্রিফিংয়ে সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “বিএনপি কোথায় কোথায় একমত হয়েছে সেটা তো বলাই হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সংসদ, দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এগুলো তো বিএনপিরই প্রস্তাব। সুতরাং ঐকমত্য হল না কোনটাই, এর থেকে বেশি আরও ঐকমত্য হয়েছে।
“তবে একটা কথা মনে রাখতে হবে, সব বিষয়ে ঐকমত্য হবে না। বাকশাল আমরা করতে যাচ্ছি না।”
সংসদ নির্বাচনে সংখ্যানপাতিক পদ্ধতির পক্ষে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থি দল ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বিএনপি শুরু থেকেই এই পদ্ধতির বিপক্ষে মত দিয়ে আসছে।
সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে সবার অগোচরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের অষ্টম দিনের আলোচনা বুধবার শেষ হয়েছে।
বৈঠকে যেসব প্রস্তাবে দলগুলোর মধ্যে ঐকমত্য হবে সেগুলো নিয়ে জুলাই মাসের মাঝামাঝি জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।