Published : 15 Dec 2023, 07:06 PM
ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী আমির হোসেন আমু আচরণবিধি লঙ্ঘন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে শুক্রবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হাজির হন আমু।
নির্বাচন ভবনের ৩১৪ নম্বর কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ২০ মিনিট কমিশনে ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমু।
পরে সন্ধ্যায় ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “উনি এসেছিলেন। উনি উনার সপক্ষে বক্তব্য দিয়েছেন। কমিশনে যে রিপোর্টটি হয়েছিল, সেখানে ভিডিওতে একটি অংশ ছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান, সেটা ঘরোয়া অনুষ্ঠান ছিল। উনি সেখানে উপস্থিত ছিলেন।
“আরেকটি ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। সেখানে তিনি কোনো বক্তব্য দেননি। সেখানে তিনি শ্রোতার আসনে ছিলেন। দুয়েকটি গান বা পরিবেশনা শুনে চলে গিয়েছিলেন। তিনি এই বিষয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে কমিশনকে আশ্বস্ত করেছেন।”
আমুর বক্তব্য শুনে নির্বাচন কমিশন আশ্বস্ত হয়েছে বলে জানান সচিব।
“এখনকার প্রমাণ দেওয়ার পরে মনে হয়েছে, তার আচরণবিধি লঙ্ঘিত হয়নি। তারপরও তার মত একজন প্রবীণ রাজনীতিবিদকে আরও সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ করেছে কমিশন। উনিও এটি গ্রহণ করেছেন।”
কমিশন তলব করায় আমুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বলেও মনে করেন ইসি সচিব জাহাংগীর।
ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থীকে ‘ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা’ দিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানিয়ে গত শনিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি ঢাকার ঠিকানায় পাঠানো হয়।
সেখানে বলা হয়েছিল, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।
তবে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আমির হোসেন আমু। শুধু বলেন, “চা খেতে এসেছিলাম, চা খেয়ে চলে যাচ্ছি।”