Published : 27 Jul 2023, 05:27 PM
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে যখন, তখন টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার ঢাকায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন।
শুক্রবার বিকালে বিএনপির সমাবেশ হবে নয়া পলটনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
একই সময়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে আলোচিত এই সমাবেশ দুটি করতে পুলিশ দুই পক্ষকেই ২৩টি শর্ত বেঁধে দিয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে তাদের পালনীয় শর্ত ২৩টি। অন্যদিকে যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর হমান মাসুদকে চিঠি দিয়ে জানান হয়েছে তাদের পালনীয় ২৩ শর্ত।
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিটেন্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফার পাঠান দুটি চিঠির ভাষাই এক।