Published : 01 Dec 2024, 07:29 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো ‘রাজনৈতিক ষড়যন্ত্রমূলক’ ছিল বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সেটি প্রমাণিত হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাই কোর্টের রায় ঘোষণার পর এক বিবৃতিতে লন্ডনে থাকা বিএনপি মহাসচিব এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের সবাইকে রোববার খালাস দিয়েছে হাই কোর্ট।
আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
জজ আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।
মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, “এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।
“ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।”
তারেক রহমান খালাস পাওয়া স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব শুকরিয়া আদায় করেন।
একই সঙ্গে সারাদেশের দলের নেতাকর্মীদেরকেও দোয়া করার আহ্বান জানান তিনি।
শনিবার বিএনপি মহাসচিব স্স্ত্রীক লন্ডনে গেছেন।