Published : 24 Jun 2024, 12:02 AM
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোশাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর শোভাযাত্রার ভিডিও শেয়ার করেন সজীব ওয়াজেদ। আর ফেইসবুকে প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং শেয়ার করে তিনি শুভেচ্ছা জানান।
The spontaneous participation of people in 75th founding anniversary once again proved a manifestation of formidable popularity albd holds across the country-- be it urban or rural. Throughout the day festivity is in the air.
On this watershed moment, heartfelt and humble… pic.twitter.com/HXpeuvzRdy
— Sajeeb Wazed (@sajeebwazed) June 23, 2024
এক্স অ্যাকাউন্টে দেওয়া শুভেচ্ছা বার্তায় জয় লিখেছেন, “শহর হোক বা গ্রাম, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে দেশজুড়ে আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তার কথা। দিনভর উৎসবের আমেজ বিরাজ করছে।”
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ‘স্মার্ট বাংলাদেশের পথে মিছিল’ হিসেব বর্ণনা করেন প্রধানমন্ত্রীর ছেলে জয়।
আওয়ামী লীগের ‘মেরুদণ্ড’ হিসেবে দিনরাত কঠোর পরিশ্রম করে যাওয়া লাখ লাখ নেতা-কর্মীর প্রতি আন্তরিক ও বিনম্র শুভেচ্ছা জানান তিনি।
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বেই ১৯৭১ সালে স্বাধীনতা পায় বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দলে এখন নেতৃত্ব দিচ্ছেন তার মেয়ে শেখ হাসিনা, যিনি টানা চার মেয়াদে সরকার পরিচালনা করছেন।
বঙ্গবন্ধুর দৌহিত্র জয় ফেইসবুক পোস্টে লিখেছেন, “অভিনন্দন প্রত্যেক সমর্থককে যারা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আমাদের বিজয়ে তাদের সমর্থন দিয়েছেন; সেই অগণতান্ত্রিক শক্তি, যারা জনসাধারণের ম্যান্ডেট দেখেন না এবং জনগণের সেবা করেন না।”
প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং শেয়ার করে ক্যাপশনে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, “বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম। শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, গৌরবময় পথচলার ৭৫ বছরে আওয়ামী লীগ। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।”
এই থিম সংসের ভিডিওচিত্র নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ। কোরাসে গাওয়া গানটি ফেইসবুকে প্রকাশ হয়েছে ‘প্লাটিনাম জয়ন্তী’র দুদিন আগে।