Published : 30 Jan 2024, 07:50 AM
সরকারের পদত্যাগের এক দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে রংপুর এবং রাজশাহী বিভাগে রোডমার্চ করবে বিএনপির তিন যুব সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দিনাজপুর এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত এই রোডমার্চ হবে।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে এক দফার আন্দোলন চলছে, সরকার পতনের মধ্য দিয়ে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র ফেরত চাই।”
“সেই লক্ষ্যে আমরা আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে দশমাইল হয়ে দিনাজপুর এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁও হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি। আমরা আপাতত দুইদিনের এই কর্মসূচি ঘোষণা করলাম। আগামীতে পর্যায়ক্রমে আরো কর্মসূচি আমরা ঘোষণা করব।”
তিনি বলেন, দুই রোডমার্চের আগে-পরে জনসভা হবে এবং কয়েকটি পথসভা হবে।
শান্তিপূর্ণভাবে রোডমার্চ আয়োজনে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতাও চেয়েছেন যুবদল সভাপতি।
সংবাদ সম্মেলনে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল গত জুন-জুলাই মাসে চট্টগ্রাম, বগুড়া, সিলেট, খুলনা ও ঢাকায় তারণ্যের সমাবেশ করে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)