Published : 23 Jun 2025, 03:52 PM
একতরফা নির্বাচন করার পরিণতি কী হতে পারে তা নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, “জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি, তার ফল কী? জেলখানা। তার ফল কী? মামলা।
“তাই আপনাকে (নির্বাচন কমিশন) উদ্দেশ্যে করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন (সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ) নাই, বিপ্লব (সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার) নাই।
“এখন বাংলাদেশে আছে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মতো একজন সজ্জন ব্যক্তি, যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সাথে যে দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে, সেই দল অনান্য সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে- এটাই প্রত্যাশা।”
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ‘রাতের ভোট’ আয়োজনকারী কর্মকর্তাদের আগামী ভোটে সম্পৃক্ত না করার দাবিতে এই সমাবেশ আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।
জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে রোববার দুপুরে সাবেক তিন ইসির বিরুদ্ধে মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। এর ৬ ঘণ্টা বাদে রোববার সন্ধ্যায় ঢাকার উত্তরায় সাবেক সিইসি কেএম নূরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে পুলিশে দেয় কথিত জনতা।
এ প্রসঙ্গ টেনে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেন, “গতকালকের এই প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। …আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন, আমার বিশ্বাস- আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহপাক এবং বিচারকরাই জানেন।
“… যারা আমাদের দেশের ভোটাধিকারকে, আমার ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল- এই তিনজনের সাথে যারা সহকারী হিসেবে ছিলেন; তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।”
এনসিপির প্রতীক প্রসঙ্গ
নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, তারা শাপলা, কলম ও মোবাইল ‘মার্কার’ জন্য আবেদন করেছেন। তবে তাদের প্রথম পছন্দ শাপলা।
তবে শাপলাকে জাতীয় প্রতীক বিবেচনায় এ আবেদনে সাড়া না দিতে ইসির প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, “আপনারা কী চেয়েছেন- আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়| পত্রিকায় দেখেছি, দয়া করে সরকার এবং নির্বাচন কমিশন এমন কিছু করবেন যেটা বিতর্কিত হয়ে পড়ে। তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে।”
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেলন হক।