Published : 28 Oct 2023, 01:22 PM
রাজধানীর নয়া পল্টনে সমাবেশ উপলক্ষে কাকরাইল মোড়ে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে অল্প সময়ের জন্য।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিএনপির সমাবেশ উপলক্ষে শান্তিনগর ও কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সেসময় সড়কে পিকআপ ভ্যানে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
বিএনপির নেতাকর্মীরা পিকআপ ঘিরে ফেললে লাঠিসোঁটা নিয়ে চড়াও হন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে কিছুক্ষণ। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার আয়াতুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।
শনিবার নয়া পল্টনে সমাবেশ করছে বিএনপি। আর বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ। একই সময়ে সমাবেশ করতে আরামবাগ এলাকায় জড়ো হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।