Published : 28 Dec 2022, 05:07 PM
সরকার পতনের ১০ দফার মূল বিষয় ‘এক দফা’ মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেনের দাবি, এই সরকারকে বিদায় করার মাধ্যমেই দেশের ‘অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’।
বুধবার সকালে এক আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “সরকার এদেশকে যে জায়গায় নিয়ে গেছে, এই অবস্থা থেকে যদি দেশকে রক্ষা করতে হয় ওই যে আমরা ১০ দফা দিয়েছি… ১০ দফার আসলে মূল কথা হচ্ছে এক দফা।
“১০ দফার সবই পূরণ হবে যদি এই সরকারকে সরানো যায়। এটাই আসল কথা।”
খন্দকার মোশাররফ বলেন, “আপনারা জানেন, গত ১৫ দিন বিশেষ অভিযানের নামে প্রায় ২৪ হাজার নেতাকর্মী সারাদেশে গ্রেপ্তার হয়েছে। এ থেকে মুক্তি পেতে হলে এই সরকারের বিদায়ের কোনো বিকল্প নাই।”
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ আলোচনাসভা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এখানে (আলোচনাসভায়) এসে শুনলাম যে, ১১টি দল জাতীয়তাবাদী সমমনা জোট আত্মপ্রকাশ করবে। আগে আপনারা শুনেছেন, ১২টি দল জোট গঠন করে তারাও এই সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য ঘোষণা দিয়েছে। এমনিভাবে গণতন্ত্র মঞ্চও গঠন হয়েছে।”
গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে সরকার হটাতে ১০ দফা ঘোষণা করেছিল বিএনপি; দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল করে। তবে এদিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে দলটি।
বিএনপির এই ১০ দফা কোনো দলের দাবি নয় মন্তব্য করেন মোশাররফ বলেন, এগুলো জনগণের দাবি। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের আন্দোলন ছাড়া বিকল্প নাই। তাই রাস্তায় নেমেছে।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় বিএনপির আমান উল্লাহ আমান, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন পাটোয়ারী, জাগপার খন্দকার লুৎফুর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেক, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনোরেটি জনতা পার্টির সুকৃতি মণ্ডল বক্তব্য দেন।
আরও পড়ুন: